WB Politics: 'শীতকালে ঘুরতে যাবে', BJP-র নবান্ন অভিযানের ডাক কুণাল ঘোষের | Bangla News
কৃষকদের বিভিন্ন দাবিদাওয়াকে সামনে সিঙ্গুরে বিজেপির ধর্না। দাবি পূরণ না হলে নবান্ন অভিযানের ডাক বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। "শীতকালে ঘুরতে যাবে। উঁচু থেকে দেখতে ভাল লাগে।" কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)।
সিঙ্গুর থেকে যেদিন নবান্ন অভিযানের ডাক দিলেন বিজেপির নেতারা সেদিনই ফের তাঁদের অস্বস্তি বাড়ালেন বিধানসভা ভোটে বিজেপির পরাজিত প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। "কৃষকদের জন্য লোক দেখানো আন্দোলন করে লাভ হবে না।" মন্তব্য তাঁর।
আজ কালীঘাটে বক্তব্য় রাখেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "বাংলা বিশ্ববাংলা হয়ে গিয়েছে। কলকাতা দুর্গাপুজোর পীঠস্থান। তাই কলকাতা মানুষের আরও গর্ব। লক্ষ লক্ষ মানুষ আসে কলকাতার দুর্গাপুজো দেখতে। কলকাতাকে সুন্দর করে সাজানো হবে। কালীঘাটে স্কাইওয়াক হচ্ছে, ৩০০ কোটি দিয়েছি। কালীঘাটের দোকানদারদের হাজরা পার্কে অস্থায়ী দোকান তৈরি করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়ে গেলে আবার তাঁদের ফিরিয়ে আনা হবে। অনেক কাজ করা হচ্ছে ও অনেক কাজ করা হবে।"