WB Politics: 'তাড়িয়ে দিল পদ্ম ফুলটুসি জব্দ', বৈশাখীর 'ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ' স্লোগানের পাল্টা কুণাল

Continues below advertisement

আজ শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) কটাক্ষ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ - গ্ল্যাক্সো বেবির ফুলটুসি তো এসব বলেই মিছিল করেছিলেন। এখন আমরা দেখছি, তাড়িয়ে দিল পদ্ম ফুলটুসি জব্দ। ভোটের আগে যারা বলছিলেন কৈলাসজি, মেননজি, অমুক জি, তমুক জি এখন আবার পার্থদা, ববিদা - জি থেকে দাদায় ফিরে ঘুরঘুর ঘুরঘুর। আমরা সব বুঝি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram