WB Politics: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার ভাবনা BJP-র, 'বেড়াতে যাওয়ার ইচ্ছা হলে যাবে', কটাক্ষ কুণালের

Continues below advertisement

আজ বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "নির্বাচনের ফলের পরে বাংলায় যে সন্ত্রাস শুরু হয়েছে, তা কমার কোনও লক্ষণই নেই, বরং বেড়ে যাচ্ছে। আমাদের হিসাব অনুযায়ী, এখনও অবধি ২৫ হাজারের বেশি লোক ঘরছাড়া। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার সরকার ছিল না তাই গণ্ডগোল হয়েছে। কিন্তু তিনি শপথ নেওয়ার পরে প্রায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের পড়ে ৪০ জন কর্মীর মৃত্যু হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাষ্ট্রপতির কাছে যাবে বিজেপি।" এ প্রসঙ্গে তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "নির্বাচনে পরাজয়ের পরে এটা বিজেপির লোক দেখানো নাটক। ওদের নিজেদের মধ্যেই লড়াই। ভোটের সময় যা সন্ত্রাস, প্ররোচনা তা বিজেপি দিয়েছে। বিজেপি নেতারা কর্মীদের প্ররোচনায় ব্যবহার করেছে। বরং বিজেপি নেতাদেরই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি যদি রাষ্ট্রপতির কাছে যেতে চায়, যাবে। ওদের বেড়াতে যাওয়ার ইচ্ছা, যাবে। বিজেপি রাজভবনকে যেভাবে ব্যবহার করেছে সেভাবে রাষ্ট্রপতিভবনকেও ব্যবহার করতে চায়, সেটা হবে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram