WB Politics: ক্যামাক স্ট্রিটে অভিষেক-অভিজিৎ সাক্ষাৎ, কী কথা হল
প্রণব-পুত্র অভিজিতের (Abhijit Mukherjee) সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাক্ষাৎ ঘিরে জল্পনা। ক্যামাক স্ট্রিটের (Camac Street) অফিসে দুজনের বেশ কিছুক্ষণের বৈঠক। প্রাক্তন রাষ্ট্রপতির (Pranab Mukherjee) মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে দুজনের কথা হয়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর।
এদিকে দেশে করোনার তৃতীয় ঢেউ (Third Wave) আছড়ে পড়ার আগেই সতর্ক কলকাতা পুরসভা (KMC)। শিশুদের জন্য তৈরি করা হল সেফ হোম (Safe Home)। থাকছে মায়েদের থাকার ব্যবস্থাও। চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার বেসরকারি শিশু হাসপাতালের সঙ্গে স্বাক্ষরিত হবে মউ (MOU), জানালেন অতীন ঘোষ (Atin Ghosh)। দেশে বর্তমানে করোনায় (Corona) দৈনিক মৃত্যু ও সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি সংখ্যায় আক্রান্ত হতে পারে। সোমবার নবান্নে এই নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) উদ্বেগ প্রকাশ করেছেন।