Teachers Recruitment: রাজ্যে প্রাথমিক-উচ্চ প্রাথমিকে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। সোমবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, পুজোর আগে উচ্চ প্রাথমিকে (Upper Primary) ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে (Primary) নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বহু মামলা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একটি বড় অংশ। এই প্রেক্ষাপটেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। এদিকে কর্মশিক্ষা, শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিক শূন্য পদে ১৪ হাজার ৩৩৯ জন শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে।

এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব (Former Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সংঘাত-পর্বে নতুন মোড়। এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার। সোমবার নর্থব্লক থেকে পাঠানো কর্মিবর্গ মন্ত্রকের চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তোলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে পারেন আলাপন। আত্মপক্ষ সমর্থনে নিজেও হাজির হয়ে বক্তব্য জানাতে পারেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে অল ইন্ডিয়া সার্ভিসসের ( All India Services ) আট ও ছয় নম্বর রুল অনুযায়ী পদক্ষেপ করা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram