WB Politics: CBI তদন্ত করলে ফ্যাক্ট ফাইইন্ডিং টিমের কী দরকার? BJP-কে কটাক্ষ কুণালের ।Bangla News

Continues below advertisement

বাংলায় জারি হোক রাষ্ট্রপতি শাসন। হাঁশখালিকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে এই দাবিই জানানো হল। জেপি নাড্ডাকে (JP Nadda) দেওয়া এই রিপোর্টে বলা হয়েছে, 'রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাড়তে থাকা ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ৩৫৫ এবং ৩৫৬ ধারা কার্যকর করা অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ সরকারের কার্যপ্রণালীতে নির্যাতিতার পরিবারের ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। ''সিবিআই যখন তদন্ত করছে তখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন? এক হচ্ছে সিবিআইয়ের (CBI) উপরেও আস্থা নেই। দুই সিবিআই তদন্তকে প্রভাবিত করা চেষ্টা।' কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram