West Bengal Election 2021: 'যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, কেন্দ্রের এই পদক্ষেপ অসাংবিধানিক', তিন আইপিএসকে ডেপুটেশনে পাঠানোর প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী
Continues below advertisement
রাজ্য সরকারের আপত্তিকে অগ্রাহ্য করে ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ট্যুইটারে তিনি লেখেন, "রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করে আইপিএস আইনের অপব্যবহার করেছে কেন্দ্র। ভোটের আগে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানা হচ্ছে। কেন্দ্রের এই পদক্ষেপ অসাংবিধানিক ও গ্রহণযোগ্য নয়। কোনওভাবেই কেন্দ্রের কাছে মাথা নত করবে না বাংলা।" প্রসঙ্গত ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে ৩ বছরের জন্য পাঠানো হয়েছে পুলিস রিসার্চ ব্যুরোতে। রাজীব মিশ্র যাচ্ছেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশে। প্রবীণ ত্রিপাঠি যাচ্ছেন এসএসবিতে।
Continues below advertisement
Tags :
Central Deputation Bholanath Pandey RPraveen Tripathiajiv Mishra IPS Officers ABP Ananda LIVE Abp Ananda