West Bengal Election 2021: ‘দুয়ারে সরকার নয়, দুয়ারে সিবিআই’, তৃণমূলকে চোর ও পাচারকারী বলে কটাক্ষ শুভেন্দুর

Continues below advertisement

রবিবার চুঁচুড়ার (Chinsurah) ডানলপ ময়দানের (Dunlop Maidan) সভামঞ্চে বাবুলের এই উক্তির পুনরাবৃত্তি করলেন শুভেন্দু অধিকারী (Shuvebndu Adhikari)। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জয় শ্রীরাম (Jay Shree Ram) বললে দিদি রেগে যাচ্ছেন, তাই আপনারা বেশি করে বলুন’। ‘দুয়ারে সরকার (Duare Sarkar) নয়, দুয়ারে সিবিআই’ (CBI), কয়লাকাণ্ডে (Coal Smuggling case) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরার (Rujira) নাম জড়ানো প্রসঙ্গে তৃণমূলকে এই ভাবেই খোঁচা শুভেন্দুর। তৃণমূলকে কয়লা, বালি চোর এবং গরু পাচারকারী বলেও কটাক্ষ করেন তিনি। ব্যাংককের (Bangkok) ব্যাঙ্কে বেআইনি টাকা এবং প্রিয়দর্শী হাকিমের (Priyadarshi Hakim) নামে চেতলায় ৪টি ফ্ল্যাটের উল্লেখ করেন তিনি। কয়লা কেলেঙ্কারির মূল অভিযুক্ত লালার (Lala) ডায়রি প্রকাশ্যে আনার হুঁশিয়ারিও দিলেন। চুঁচুড়ার সভায় প্রধানমন্ত্রীর (Prime Minister) বক্তব্যের আগে এইভাবেই তৃণমূল সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু।  




 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram