West Bengal Election 2021: ‘মোর্চা-র নামের আড়ালে আসলে রয়েছে তৃণমূল’ গুরুঙ্গের বিরুদ্ধে মামলা প্রত্যাহার প্রসঙ্গে দাবী অশোক ভট্টাচার্যের

Continues below advertisement


ভোটের মুখে বিমল গুরুঙ্গের বিরুদ্ধে থাকা ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এই প্রসঙ্গে গৌতম দেব জানিয়েছেন, মামলা প্রত্যাহারের জন্য আদালতের নির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইন দফতর কাজ করছে বলেও জানান তিনি। অন্যদিকে এই প্রসঙ্গে বাম নেতা অশোক ভট্টাচার্য বলেছেন, ‘মোর্চা’-র নামের আড়ালে আসলে রয়েছে তৃণমূল। তাঁর দাবী, পাহাড়ের জনগণকে তৃণমূলে ভোট দেওয়ার জন্য প্ররোচনা দেবে বিমল গুরুঙ্গ, বিনিময়ে তাঁর বিরুদ্ধে থাকা মামলা তুলে নেবে রাজ্য সরকার। প্রসঙ্গত, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংয়ে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয় ২০১৭ সালে। এদিন ইউএপিএ ও খুনের মামলা ছাড়া প্রায় ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram