ক্যামাক স্ট্রিটে অভিষেকের নেতৃত্বে মালদা TMC-র বৈঠক, মাঝেরহাট ইস্যুতে পথে শাসক দল
Continues below advertisement
ক্যামাক স্ট্রিটে Abhishek Banerjee-র সঙ্গে মালদা জেলার নেতা-নেত্রীদের বৈঠক। ইতিমধ্যে হাজির কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ অন্যরা। জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসে এই বৈঠক হওয়ার কথা। জানা গিয়েছে এখনও পর্যন্ত বৈঠকে উপস্থিত কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ গৌরচন্দ্র মণ্ডল এবং দুলাল সরকার। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর এই বৈঠক বেশ গুত্রুত্বপূর্ণ। এদিকে ক্যামেক স্ট্রিটে তৃণমূলের বৈঠকের আবহেই মাঝেরহাট ব্রিজ নিয়ে পথে নামতে চলেছে TMC। ব্রিজ খোলার বিলম্ব নিয়ে ইতিমধ্যে BJP একপ্রস্থ বিক্ষোভ দেখিয়েছে। সেই বিক্ষোভের পাল্টা এই মিছিল বলে খবর তৃণমূল সূত্রে। তারাতলা থেকে মাঝেরহাট ব্রিজ পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।
Continues below advertisement