West Bengal Election 2021 ‘মুখ্যমন্ত্রী গোলরক্ষক হলে আমরাও বড় স্ট্রাইকার, কিভাবে গোল দিতে হয় জানি’: রাজীব

Continues below advertisement


বাংলায় অনেক মেধা, সম্পদ আছে। বাংলার মানুষ ‘বাংলার মেয়ে’-কে (Bengal’s daughter) ১০ বছর দেখেছে। আগামী দিনে বাংলার অন্য ছেলে-মেয়েদের সেই আসনে বসাতে চায়, যাতে তারা বাংলার মানুষের স্বার্থে কাজ করতে পারে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নিজের ক্ষমতা নেই, তাই বাইরে থেকে স্ট্র্যাটেজিস্ট ভাড়া করে নিয়ে এসেছে। কিন্তু তৃণমূলের (TMC) ম্যাজিক খাটবে না। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে। বাংলায় (Bengal) আগামী দিনে মোদি-অমিত শাহের (Narendra Modi, Amit Shah) নেতৃত্বে বাংলার ছেলে-মেয়েরাই সরকার (Government) গঠন করবে। চুঁচুড়ার (Chinsurah) ডানলপ ময়দানের (Dunlop Maidan) সভা মঞ্চ থেকে বললেন রাজীব। মুখ্যমন্ত্রীর নিজেকে ‘গোলকিপার’ বলার প্রসঙ্গে তিনি বলে, তৃণমূলে গোল করার লোক নেই তাই তিনি গোল বাঁচাতে এখন গোলরক্ষক। ‘আমরাও বড় বড় স্ট্রাইকার, কিভাবে গোল দিতে হয় জানি’, কটাক্ষ রাজীবের। চুঁচুড়ায় প্রধানমন্ত্রীর (Prime Minister) সভার (Meeting) প্রাক্কালে সভা মঞ্চ থেকে হুঙ্কার বিজেপি নেতার।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram