'শোভনদা BJP-রই লোক' বললেন দিলীপ, তাহলে কি ২১ শের ভোটে মাঠে নামবেন কানন?
Continues below advertisement
West Bengal Elections 2021: শনিবার বিজেপি রাজ্য সভাপতি Dilip Ghosh বলেন, 'শোভন দা ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন। তিনি প্রবীণ নেতা। আশাকরি একুশের ভোটে তাকে লড়াইয়ে পাব।'
ভোট নিয়ে বিজেপির তৎপরতার মধ্যেই ফের শোভন চট্টোপাধায়ের বাড়িতে বিজেপি নেতৃত্ব। শোভনের বাড়িতে শুক্রবার রাত ৯টা নাগাদ যান পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়। এর আগে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন শোভন ও বৈশাখী। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে শোভনের ভূমিকা কী হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যদিও বিজেপি সূত্রে দাবি, এটি নিছকই সৌজন্য সাক্ষাত্। বৈঠক নিয়ে শোভনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Continues below advertisement