West Bengal Violence News: 'ভোট-পরবর্তী হিংসার মধ্যে চটকদারির সময় নেই', জেলাসফরের আগে ফের ট্যুইটে খোঁচা রাজ্যপালের
Continues below advertisement
শীতলকুচি (Sitalkuchi) সফরের আগে আজ সকালে রাজ্যপাল (Governor) ফের ট্যুইট করেন। তিনি লেখেন, "এমন অবস্থায় সবাইকেই সঙ্গে নিয়ে রাজ্যকে কাজ করতে হবে। রাজ্যপালকেও সঙ্গে নিয়ে কাজ করতে হবে রাজ্যকে। অভূতপূর্ব ভোট-পরবর্তী হিংসার মধ্যে চটকদারির সময় নেই। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী দুজনের পদই সাংবিধানিক। সবাই সংবিধানের প্রতি দায়বদ্ধ। শপথের পর আপনিও সংবিধান মানতে বাধ্য। সংবিধানকে অবহেলা করা যায় না। নিজেদের পছন্দ মতো ভোট দেওয়ার মূল্য চোকাচ্ছে মানুষ। কীভাবে এমন পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়? এতে কি গণতন্ত্র ধ্বংস হচ্ছে না?", ট্যুইটে প্রশ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee TMC BJP MHA Jagdeep Dhankar Mamata Banerjee Bengal News West Bengal Election Results Bengal Violence Bengal Election Results West Bengal Violence West Bengal Post Poll Violence West Bengal Violence News Mamata Banerjee On Bengal Violence Bengal Violence News Bjp Leader Attacked In Bengal Bengal Violence After Election West Bengal Violence Today Pm Modi On Bengal Violence West Bengal Violence Live Bengal Violence Video Sitalkuchi Visit