West Midnapore: 'বাম জমানায় মজুত করা বন্দুক', গোয়ালতোড়ে বন্দুকের হদিশ প্রসঙ্গে দাবি তৃণমূলের । Bangla News

Continues below advertisement


গোয়ালতোড়ে মাটি খুঁড়তেই সারি সারি বন্দুক, গুলি! পঃ মেদিনীপুরের গোয়ালতোড়ে মাটি কাটার সময় অস্ত্রের হদিশ। মাটির তলা থেকে শতাধিক বন্দুক, হাজারের বেশি কার্তুজের হদিশ! মাটির তলায় ১৫-২০ বছর আগের বন্দুক, অনুমান পুলিশের: সূত্র। বাম জমানায় মজুত রাখা বন্দুক, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এখনও এব্যাপারে সিপিএমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয় তৃণমূল সমর্থকদের অনেকে বলেন, বামফ্রন্টের আমলে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যানার, তার মধ্যে প্যাকেট করা আছে। প্রায় ৬০-৭০ টি বন্দুক। বাকি সমস্ত সিল করা কার্তুজ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram