করোনা: গৃহ পর্যবেক্ষণের পরিসংখ্যানে মুদ্রণ বিভ্রাট
Continues below advertisement
করোনার সন্দেহে গৃহ পর্যবেক্ষণের পরিসংখ্যান ঘিরে এবার বিভ্রান্তি ছড়াল। মঙ্গলবার স্বাস্থ্য় দফতর থেকে বলা হয়েছিল ১ লক্ষ ৩৪১জন মানুষ গৃহ পর্যবেক্ষণে আছে। কিন্তু সেখানে কিছু মুদ্রণ বিভ্রাট রয়েছে বলে খবর। গভীর রাতে স্বাস্থ্য দফতর থেকে একটি সংশোধনী প্রকাশ করে বলা হয়, সংখ্যাটি ১ লক্ষ ৩৪১ নয়, ওটা ১০ হাজার ৩৪১। মুদ্রণ বিভ্রাটের জেরে একটু শূন্য বেশি চলে এসেছে। অবশ্য প্রথম মেডিক্যাল বুলেটিন এবং সংশোধিত বুলেটিন দু'টোই রয়েছে সরকারি ওয়েবসাইটে। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, পুরোটাই ঘটেছে মুদ্রণ বিভ্রাটের জেরে।
Continues below advertisement
Tags :
Printing Error Number Of People In Home Isolation Number Of People Government Website Coronavirus In West Bengal Health Department Covid 19 Cases Corona Virus Home Quarantine Abp Ananda