Neet Agitation: NEET ও NET-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

Continues below advertisement

ABP Ananda LIVE: NEET ও NET-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ । শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের । পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি । আটক করা হয়েছে একাধিক কংগ্রেস কর্মী

মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই, এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার। এরইসঙ্গে তড়িঘড়ি CBI তদন্তের নির্দেশও দিল তারা। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর মতো NET-এরও পরীক্ষা নিয়ামক সংস্থা NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী UGC NET দেয়। কিন্তু, এর ২৪ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্ভারতীয় পরীক্ষা বাতিল করল। 

NET, NEET দুটি পরীক্ষাই বর্তমানে NTA এর মাধ্যমে পরিচালনা করা হয়। কিন্তু বারবার পরীক্ষায় কারচুপির কারণে NTA-এর বিশ্বাসযোগ্যতা কীভাবে হ্রাস পাচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলে। এনটিএর সর্বশেষ ইস্যুটি নেট পরীক্ষা সংক্রান্ত। মাত্র একদিন আগে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু কেন এমন হল? আর কেন বারবার পরীক্ষা বাতিল করা হচ্ছে এবং কেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram