সরকার নির্ধারিত রেশন মিলছে না, ডিলারের দোকান ভাঙচুর মুর্শিদাবাদের সালার ও লালগোলায়
Continues below advertisement
প্রাপ্য রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না, এই অভিযোগে বিক্ষোভে সামিল হলেন মুর্শিদাবাদের সালার ও লালগোলার বাসিন্দারা। দুই জায়গাতেই রেশন ডিলারের বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় এলাকাবাসী। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে সেই বিক্ষোভ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেশন ডিলারের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
Continues below advertisement
Tags :
Aagitation Salar Lalgola Ration Dealer Ration Murshidabad Abp Ananda Protest Police West Bengal