সংক্রমণ মোকাবিলায় কাজ করতে তৈরি রোবট, রোগীদের কাছে পৌঁছে দেবে ওষুধ ও অন্যান্য সামগ্রী
কোভিড আক্রান্তদের কাছাকাছি গেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি। তাই তাঁদের স্বাস্থ্য পরিষেবা দিতে বিশ্বজুড়ে কাজে লাগানো হচ্ছে রোবট। পিছিয়ে নেই এরাজ্যও। দুর্গাপুরের সিএমইআরআইয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন এইচসিএআরডি বা হসপিটাল কেয়ার অ্যাসিস্টিভ রোবোটিক ডিভাইস। বিজ্ঞানীদের দাবি, ৫০০ মিটার দূর থেকে এই যন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়। এটা উপযোগী হলে স্বাস্থ্যকর্মীদের সংক্রমণের ভয় অনেকটাই কমবে বলে মত চিকিৎসক মহলের একাংশের।