Puri News: ৪৬ বছর পর খুলল ভিতর ভাণ্ডারের দরজা, নিরাপত্তার চাদরে মন্দির চত্বর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) রত্নভাণ্ডারে সাপের আতঙ্ক। রত্নভাণ্ডারের মধ্যে বিষাক্ত সাপ থাকার আশঙ্কায় ডাকা হল সর্পবিশারদদের। সর্পবিশারদের সাহায্য নিয়ে খোলা হল নীলমাধবের ঐশ্বর্যের ভাঁড়ার। স্বর্ণকারদের ডেকে সিন্দুক আনিয়ে খোলা হল রত্নভাণ্ডার। ৪৬ বছর পর খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। ১৯৭৮ সালে শেষবার খোলা হয়েছিল পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার। রত্ন ভাণ্ডারের দুটি ভাগ, বহির ভাণ্ডার ও ভিতর ভাণ্ডার। জগন্নাথদেবের অলঙ্কার- (Jagannath Temple )সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে রত্ন ভাণ্ডারে। উল্টোরথের আগে আজই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চাবি দিয়ে না খুললে রত্ন ভাণ্ডারের তালা ভাঙা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পুরীর রাজা গজপতি দিব্য়সিংহ জানান, জগন্নাথদেবের অলঙ্কার-সহ যাবতীয় মূল্যবান জিনিস এই রত্ন ভাণ্ডারে রয়েছে। মূল অংশ রয়েছে ভিতর ভাণ্ডারে। এই ভিতর ভাণ্ডার খুব বেশি খোলা হয় না। মন্দিরের গর্ভ গৃহের মধ্যের এই রত্ন ভাণ্ডার রয়েছে। বাহির ভাণ্ডারে জগন্নাথদেবের সাজার অলঙ্কার ও নানা দ্রব্য থাকে। বহু মূল্যবান সম্পদ, এমন গয়না যা প্রতিদিন ব্যবহার হয় না, সেগুলিই থাকে ভিতর ভাণ্ডারে।