Puri Rath Yatra 2024: পুরীর রথযাত্রার আজ দ্বিতীয় দিন, রথের মধ্যেই মঙ্গলারতি। ABP Ananda Live

Continues below advertisement

পুরীর রথযাত্রার আজ দ্বিতীয় দিন। রথের মধ্যেই আজ মঙ্গলারতি হয়। নিবেদন করা হয় ভোগ। প্রথমে রয়েছে বলরামের রথ তালধ্বজ, এরপর সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ এবং সবশেষে জগন্নাথের রথ নন্দীঘোষ। অর্ধশতক পেরিয়ে এবার ফের তিথি অনুসারে নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা, সব একই দিনে পড়েছিল। গতকাল রথযাত্রা শুরু হতে দেরি হওয়ায় মাসির বাড়ি পৌঁছতে পারেননি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আজ সকাল সকাল ফের গুন্ডিচাবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে ৩টি রথ। 

ওড়িশায় রথযাত্রা উপলক্ষ্যে সৌজন্যের রাজনীতির সাক্ষী রইল জগন্নাথধাম। একে অপরকে নমস্কার-প্রতি নমস্কার জানাতে দেখা গেল ওড়িশার বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিরোধী শিবিরে বিজেডির প্রধান নেতা নবীন পট্টনায়েককে অনুষ্ঠান মঞ্চে উঠতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই মধুর ছবির সাক্ষী রইলেন স্বয়ং রাষ্ট্রপতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram