Ayodhya: অযোধ্যায় ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন নিয়ে কী বললেন পুরীর শঙ্করাচার্য?
ABP Ananda LIVE: ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনে অযোধ্যায় (Ayodhya)যাচ্ছেন না পুরীর শঙ্করাচার্য (Nischalananda Saraswati)। গঙ্গাসাগর (Gangasagar) মেলায় (Gangasagar Mela 2024) আজ একথা জানিয়ে দিলেন নিশ্চলানন্দ সরস্বতী। তিনি বলেন, সব ক্ষেত্রে দখল করতে যাওয়াটা উন্মাদের লক্ষণ। লোকসভা (Lok Sabha) ভোটের প্রাক্কালে, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলালাকে প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা ঘিরে অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। লোকসভা ভোটের আগে, নরেন্দ্র মোদিকে সামনে রেখে রামমন্দিরের উদ্বোধনের উন্মাদনা গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের পাশাপাশি আমন্ত্রণ করা হয়েছে একঝাঁক বলিউড তারকাকে। কিন্তু তার আগে, রামমন্দিরের উদ্বোধন নিয়ে রাজনৈতিক বিতর্ক কিছু কম হচ্ছে না। বিরোধী দলগুলোর দাবি, ভগবান রাম হচ্ছেন আস্থার প্রতীক, ভক্তির প্রতীক। কিন্তু মন্দির সম্পূর্ণ তৈরির আগেই, তড়িঘড়ি লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদিকে দিয়ে তার উদ্বোধন করানোকে ভোটের রাজনীতি হিসেবেই দেখছেন একাধিক বিরোধী দলের নেতা। কংগ্রেস, সিপিএম-সহ একাধিক বিরোধী দল রাম মন্দিরের উদ্বোধনে না যাওয়ার কথা জানিয়েছে। কারণ, তাদের মতে, এর মধ্যে গোটা অনুষ্ঠানকে বিজেপি আর আরএসএস ভোটের প্রচার হিসেবে ব্যবহার করছে। এর মধ্যে ভক্তি কম, রাজনীতি অনেক বেশি আছে।