Purulia News: পুরুলিয়ার বরাবাজারে নদীর চর থেকে যুবতীর দেহ উদ্ধার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর। 'লক্ষ্মীপুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা, রেড রোডের কার্নিভালে নাচতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী মহিলাদের রক্ষা করতে পারেন না, তাঁর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, পোস্ট সুকান্ত মজুমদারের।
আরও খবর...
পুরুলিয়ার বরাবাজারে নদীর চর থেকে যুবতীর দেহ উদ্ধার। নদীর চরে পোঁতা ছিল যুবতীর দেহ। স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। নিহত যুবতীর পরিচয় মেলেনি।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কৃষ্ণনগরে ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ। লক্ষ্মীপুজোর দিন স্কুলছাত্রীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার। এসপি অফিস থেকে ৫০০ মিটার দূরে ছাত্রীর দেহ উদ্ধার। ধর্ষণের পর অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, আটক প্রেমিক। গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রী। প্রেমিকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চেয়ে, কোতোয়ালি থানায় বিক্ষোভ বাম-কংগ্রেসের।