Purulia: পুরুলিয়ার রঘুনাথপুরে কম্বল বিলিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল | ABP Ananda LIVE
Continues below advertisement
West bengal News: পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরে কম্বল বিলিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের (TMC) কোন্দল। দলেরই কর্মীদের হাতে হেনস্থার শিকার হলেন INTTUC-র জেলা সভাপতি। তাঁর গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। ভাঙচুরও করা হয় তৃণমূলের শ্রমিক-নেতার গাড়ি। INTTUC-র জেলা সভাপতির অভিযোগের আঙুল তৃণমূলের রঘুনাথপুর (Raghunathpur) ২ নম্বর ব্লকের সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত নেতার প্রতিক্রিয়া মেলেনি। তবে ব্লক সভাপতির পাশে দাঁড়িয়ে দলের শ্রমিক সংগঠনের নেতাকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব। ওঁর আমলে দলীয় কর্মীরা কল-কারখানায় চাকরি পাচ্ছে না, উনি না জানিয়ে কর্মসূচি পালন করছেন, ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব। তৃণমূল জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া, অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না।
Continues below advertisement