Rahul Gandhi: SIR-প্রতিবাদে বিরোধীরা, কমিশনকে নিশানা রাহুলের
ABP Ananda LIVE: ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে এককাট্টা আন্দোলনে বিরোধীরা। আজ রাহুল গান্ধী হুঙ্কার ছেড়েছেন, "যেটা আমরা পেয়েছি সেটা একটা অ্যাটম বোমা। যখন ফাটবে নির্বাচন কমিশনকে দেখা যাবে না ভারতে। এখন আমাদের কাছে ওপেন অ্যান্ড শাট প্রমাণ রয়েছে যে, নির্বাচন কমিশন ভোট চুরিতে যুক্ত রয়েছে।" পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলছেন--- "উনি যখন জেতেন তখন সব ভাল। আর হেরে গেলে নির্বাচন কমিশনের মাথায় দোষ চাপিয়ে দেয়।" বিহারে ২২ বছর পর, ভোটের ঠিক মুখে, নির্বাচন কমিশনের এই বিশেষ কর্মসূচিই জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে! নির্বাচন কমিশন দাবি করছে, রুটিন পদক্ষেপ। তাদের পাশে দাঁড়িয়ে বিজেপি বলছে, ভেজাল মুক্ত ভোটার তালিকার স্বার্থেই এই পদক্ষেপ। আর বিরোধীদের দাবি, বিজেপিকে জেতাতে এটা নির্বাচন কমিশনের মরিয়া চেষ্টা। বর্তমানে দেশের মুখ্য় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। যিনি অমিত শাহের আস্থাভাজন বলেই দাবি বিরোধীদের। এই প্রেক্ষাপটে রাহুল গান্ধীকেও বলতে শোনা গেছে--- "নির্বাচন কমিশনে যারা এই কাজ করছে একেবারে ওপর থেকে নীচ পর্যন্ত, একটা মনে রাখবেন আপনাকে আমরা ছাড়ব না। যাই হয়ে যাক, আমরা আপনাকে ছাড়ব না। কারণ আপনারা ভারতের বিরুদ্ধে কাজ করছেন।" পাল্টা কিরেণ রিজিজুও বলেছেন, "রাহুল গান্ধী বারবার সাংবিধানিক সংস্থাগুলিকে হুমকি দিয়েছেন। এটা ছেলেমানুষি নয়, এটা ভয়ঙ্কর।"