Rahul Gandhi: কেন আদানিকে আড়াল করছেন মোদি, CBI-ED তদন্ত হবে না কেন, সুর চড়ালেন রাহুল

Continues below advertisement

শেয়ারে কারচুপি থেকে হাওয়া মারফত টাকা পাচার, আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে আবারও মারাত্মক অভিযোগ। সেই নিয়ে ফের একবার সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তিনি। এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন ইডি-সিবিআই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করছে না, কেন প্রধানমন্ত্রী গৌতম আদানিকে আড়াল করছেন, আবারও প্রশ্ন তুললেন রাহুল। 

মুম্বইয়ে বিরোধী জোট I.N.D.I.A-র বৈঠকের আগে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাহুল। সেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জয়েন্ট পার্লামেন্ট্রি কমিটির তদন্তের দাবি জানান রাহুল। তিনি বলেন, "আদানির সংস্থার মাধ্যমে ভারত থেকে বিদেশে ১০০ কোটি ডলার পাচার হয়েছে। শেয়ার বাজারে নিজের সংস্থার মূল্য বেশি দেখিয়ে কারচুপি করেছেন আদানি। সেই টাকায় দেশের বিভিন্ন বিমানবন্দর-সহ অন্য ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী এত কিছুর পরও কেন ছাড় পেয়ে যাচ্ছেন?"

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে রাহুল প্রশ্ন তোলেন,"নিজের সংস্থার শেয়ারে নিজেF কেন বিনিয়োগ করেছেন? চিনা নাগরিক এবং দুই বিদেশি দেশের শেয়ার বাজারকে কোন উপায়ে প্রভাবিত করছেন? SEBI-র যে আধিকারিক আদানিকে ক্লিনচিট দিয়েছেন, তিনিই এখন আদানির সংস্থার ডিরেক্টর! নরেন্দ্র মোদির সঙ্গে কী সম্পর্ক গৌতম আদানির?  কেন সিবিআই-ইডি আদানির বিরুদ্ধে তদন্ত করছে না? দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যেখানে, কেন আদানিদের বিরুদ্ধে জেপিসি তদন্ত হবে না?"

মোদি-আদানি সমীকরণ নিয়ে এর আগে দেশের সংসদেও সরব হয়েছিলেন রাহুল। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে আদানির শামিল হওয়া থেকে দেশের একের পর এক বন্দর, বিমানবন্দর আদানির হাতে তুলে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘ যাত্রাপথে মোদি বরাবর আদানিকে সুবিধা পাইয়ে দিয়ে এসেছিলেন বলে আগেও অভিযোগ করেছিলেন রাহুল। এদিন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram