Rahul Gandhi : কর্ণাটকে জয়ী কংগ্রেস, আবেগতাড়িত হয়ে পড়লেন রাহুল গাঁধী
Continues below advertisement
কর্ণাটকে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ঘোষণা করেছিলেন আগেই। শনিবার সেই ফল হাতেনাতে মিলেই গেল না শুধু, ম্যাজিক সংখ্য়া পেরিয়ে ঐতিহাসিক জয় হাজিল করেছে কংগ্রেস। তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন দলের নেতা রাহুল গাঁধীও। জানিয়ে দিলেন, কর্নাটকে ঘৃণার হার হয়েছে, জিতে গিয়েছে ভালবাসা।
Continues below advertisement
Tags :
ABP News LIVE Rahul Gandhi ABP LIVE Karnataka Election 2023 Karnataka Election Result 2023 Karnataka Results Live Karnataka Election Results Live Election Center