Rail Blockade at Sonarpur Station: অবরোধে স্টাফ স্পেশাল ট্রেন বন্ধ প্রায় দু'ঘণ্টা, ফের ভোগান্তি সোনারপুর স্টেশনে

Continues below advertisement

গতকালের পর আজ ফের লোকাল ট্রেন (Local Train) চালানোর দাবিতে বিক্ষোভ। আজ সকালে সোনারপুর (Sonarpur) স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। সকাল ৭টা থেকে অবরোধ শুরু হয়। আটকে রাখা হয় আপ ক্যানিং লোকাল স্টাফ স্পেশাল ট্রেনকে (Staff special train)।  দেড় থেকে ২ ঘন্টা কেটে গেলেও উঠল না অবরোধ। বিক্ষোভকারীদের দাবি, রেলের স্টাফ স্পেশালে সাধারণ যাত্রীদের উঠতে দিতে হবে। না হলে দ্রুত চালু করতে হবে লোকাল ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ (RPF) ও জিআরপি (GRP)। বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন তাঁরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধ্বস্তাধস্তি। বিক্ষোভের জেরে কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। গতকালও লোকাল ট্রেন চালুর দাবিতে ৪ ঘণ্টা ধরে অবরোধ চলে সোনারপুর স্টেশনে। সকাল ৭টা থেকে সোনারপুর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। এছাড়াও আরও বেশি লোকাল ট্রেন চালানোর দাবি তোলা যাত্রীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram