টালা সেতুতে যান চলাচল বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি, ভোগান্তি রুখতে চিত্পুর লকগেট এলাকায় লেভেল ক্রসিং তৈরির অনুমতি দিল রেল
Continues below advertisement
৩১ জানুয়ারির মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে টালা সেতুতে যান চলাচল। ভোগান্তি রুখতে চিত্পুর লকগেট এলাকায় লেভেল ক্রসিং তৈরির অনুমতি দিল রেল। খুব শীঘ্রই শুরু হবে লেভেল ক্রসিং তৈরির কাজ। দেশজুড়ে ধাপে ধাপে লেভেল ক্রসিং তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে মেরামতির জন্য টালা সেতুতে যান চলাচল বন্ধ হওয়ায়, পরিস্থিতি বিচার করে লেভেল ক্রসিং তৈরি করছে তারা। ৩১ জানুয়ারি রাত থেকে শুরু হবে টালা সেতু ভেঙে ফেলার কাজ। এর জেরে উত্তরমুখী ছোট গাড়ি চলবে কাশীপুর উড়ালপুল দিয়ে। চিত্পুর লকগেট সেতু দিয়ে চলবে উত্তরমুখী ভারী গাড়ি। দক্ষিণমুখী গাড়ি চলবে বেলগাছিয়ার ইন্দ্র বিশ্বাস রোড হয়ে। সোমবার টালা সেতু নিয়ে পরিবহণ-রেল-পুরসভা-পুলিশের বৈঠক হবে। এরপর টালা সেতুতে যৌথ পরিদর্শন চালাবেন আধিকারিকরা
Continues below advertisement