Rajnath Singh : 'আজ সিন্ধ প্রদেশ ভারতের অংশ না হলেও, ভারতীয় সভ্যতার অংশ', মন্তব্য রাজনাথ সিংহর

Continues below advertisement

ABP Ananda LIVE : 'সিন্ধু ভৌগোলিকভাবে আর ভারতের অংশ না থাকলেও, এটি ভারতের সভ্যতাগত ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়ে গেছে', রবিবার একটি অনুষ্ঠান থেকে এমনটাই বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গোটা ভারত সিন্ধু নদীকে পবিত্র বলে মানে। আজ সিন্ধু প্রদেশ ভারতের না হলেও, ভারতীয় সভ্যতার অংশ। কে বলতে পারে, ভবিষ্যতে সিন্ধু প্রদেশ ভারতের অংশ হবে না! মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। তাঁর কথায়, 'আজ, সিন্ধুর ভূমি ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে, সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। এবং যতদূর ভূমির কথা, সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে। সিন্ধুর অনেক মুসলমানও বিশ্বাস করত যে সিন্ধুর জল মক্কার আব-ই-জমজমের চেয়ে কম পবিত্র নয়।' লালকৃষ্ণ আদবানির মতো নেতার নাম উল্লেখ করেন রাজনাথ। বলেন, আদবানি তার বইতে লিখেছিলেন যে, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের মানুষরা, ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নিতে পারেনি কখনও। পাক অধিকৃত কাশ্মীর নিয়েও একই দাবি করেছেন রাজনাথ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola