Digital Arrest : কলকাতায় ফের ডিজিটাল গ্রেফতারি ! পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ
ABP Ananda LIVE : কলকাতায় ফের ডিজিটাল গ্রেফতারি!পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ !ফের সামনে ভিন রাজ্যের যোগ ! প্রতারণার ফাঁদে কয়েক সপ্তাহ আগে ফোনে ভিডিও কল আসে!সেই ভিডিও কলে পুলিশের উর্দি পরে কয়েকজনকে বসে থাকতে দেখা যায়।ওই ব্যক্তিরা নিজেদের মুম্বই পুলিশ বলে দাবি করেন। জানানো হয় ৪০০ কোটি টাকার প্রতারণা হয়েছে।তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
SIR নিয়ে করা মামলা মুলতুবি, কী পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ?
SIR নিয়ে কলকাতা হাইকোর্টে করা মামলা মুলতুবি। মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল. 'একই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন', তাই এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ নয়, জানালেন বিচারপতি সুজয় পাল। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের ভিত্তিতে নির্ধারিত হবে হাইকোর্টের মামলার ভবিষ্যত, জানালেন বিচারপতি পাল।SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই আবহে সম্প্রতি 'SIR' নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আবেদনে বলা হয়, আদালতের নজরদারিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হোক। কেন SIR প্রয়োজন? তা স্পষ্ট করুক কেন্দ্রীয় সরকার। প্রকাশ করা হোক ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা। পাশাপাশি, SIR-এর সময়সীমা বাড়ানোরও আবেদন জানানো হয়। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেছিলেন, নির্বাচন কমিশন তাদের ক্ষমতার প্রয়োগ করেছে। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো এমন বাগযুদ্ধ করছে যে মানুষ ভয় পাচ্ছে। আমাদের লক্ষ্য মানুষের মধ্যে কনফিডেন্স আনা...।