কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় মুকুল রায় ও বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে নতুন করে সিআইডি তদন্তের নির্দেশ আদালতের
Continues below advertisement
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায় ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে নতুন করে সিআইডি তদন্তের নির্দেশ আদালতের। ২০১৯-এর ৯ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর অনুষ্ঠান চলাকালীন নিজের এলাকায় গুলি করে খুন করা হয় কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। সেই ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়, বিজেপির তত্কালীন জেলা সভাপতি জগন্নাথ সরকার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। মামলা থেকে অব্যাহতি চেয়ে নিম্ন আদালতে আবেদন জানান মুকুল রায়। আবেদন মঞ্জুর করে আদালত। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে রানাঘাটের এসিজেএম আদালতে আবেদন জানায় সিআইডি। আদালতে সিআইডি-র দাবি, খুনের ঘটনায় মুকুল রায়ের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে। তার প্রেক্ষিতে আদালত মুকুল রায় ও বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে সিআইডি-কে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে।
Continues below advertisement