Ranbir-Alia Wedding: কাল সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর কপূর আর আলিয়া ভাট। Bangla News

Continues below advertisement

প্রেমের সম্পর্ক এবার পরিণয়ের পথে। কাল সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর কপূর আর আলিয়া ভাট। রণবীরের বাড়ি ‘বাস্তু’-তে আজই মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে বলে খবর বলিউড সূত্রে। রণবীরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা কপূর, করিনা কপূর, করিশ্মা কপূর, আলিয়ার দিদি পূজা ভাট, বাবা মহেশ ভাট ছাড়াও অয়ন মুখোপাধ্যায়, আদার জৈন, করণ জোহর সহ রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরাও যোগ দেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। 
২ তারকার বিয়েতে সপরিবারে উপস্থিত থাকতে পারেন শাহরুখ-খান। আমির খান, সঞ্জয়লীলা ভন্সালি, করণ জোহরও উপস্থিত থাকতে পারেন।  
ফিল্মি দুনিয়ার বাইরে আলিয়ার ঘনিষ্ঠ বান্ধবীরাও হাজির থাকবেন বিয়েতে। 

শোনা যাচ্ছে, বিয়ের দিন প্রিয়ঙ্কা, অনুষ্কা, দীপিকা, ক্যাটরিনার মতই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে কনের সাজে সাজবেন আলিয়া। অন্যান্য অনুষ্ঠানের জন্য অবশ্য মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরবেন তিনি। এই হাই-প্রোফাইল বিয়ের জন্য রণবীরের মা নীতু কপূর ও বোন ঋদ্ধিমা কপূরের পোশাকের ডিজাইনও করেছেন মনীশ মালহোত্রা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram