Ram Temple Inauguration: গুজরাতের সুরাতে অপূর্ব রঙ্গোলি, রাম মন্দিরে উদ্বোধন উপলক্ষে সাজ। ABP Ananda Live

Continues below advertisement

অযোধ্যায় রাম মন্দির (Ram Temple In Ayodhya) উদ্বোধনের আগে সেজে উঠেছে গুজরাতের (Gujarat) সুরাত। তৈরি করা হয়েছে রঙ্গোলি। হাত লাগিয়েছেন মহিলারা। অন্যদিকে অযোধ্যার লতা মঙ্গেশকর চক। নাচে-গানে-শঙ্খ-ডমরু ধ্বনিতে মুখরিত চারপাশ। রাম মন্দির উদ্বোধন ঘিরে আবেগের ঢেউ লতা মঙ্গেশকর চকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। কোচবিহার থেকে আসা একজনের দেখা মিলেছে। কেউ আবার ইনদওর থেকে সাইকেল চালিয়ে পৌঁছেছেন অযোধ্যায় (Ayodhya Dham)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram