করোনা মোকাবিলায় বনহুগলিতে তৈরি হচ্ছে র‍্যাপিড টেস্টের কিট, বিশেষ মাস্ক

Continues below advertisement
বনহুগলিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ  ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় তৈরি হচ্ছে করোনা পরীক্ষার কীট। তৈরি হচ্ছে বিশেষ ধরনের মাস্ক, যার নাম ফেস শিল্ড। লেজার প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই মাস্ক, যা দেওয়া হবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সদের। বরাত এসেছে ভেন্টিলেশন মেশিন বানানোর। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র কিট দিলেই স্পর্শকাতর এলাকায় র‍্যাপিড টেস্ট শুরু হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram