আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ডের গবেষণা! অক্টোবরেই বাজারে আসতে পারে করোনা টিকা
Continues below advertisement
করোনা প্রতিষেধকের ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ডের একটি গবেষণা। ব্রিটেনের একটি দৈনিকের দাবি, অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন প্রথম পর্যায় ট্রায়ালে ভালো ফল মিলেছে। দেখা যাচ্ছে, করোনা সংক্রমণ থেকে দ্বিস্তরীয় সুরক্ষা দিতে পারে ওই ভ্যাকসিন। শুধু শরীরে অ্যান্টিবডি তৈরি নয়, করোনা ধ্বংস করার জন্য টি সেলও তৈরি করতে পারে ওই ভ্যাকসিন। প্রথম দফার ট্রায়ালে ৫০০ জন স্বেচ্ছাসেবীকে দেওয়া হয় ভ্যাকসিন। এখন ব্রাজিলে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ৫ হাজার স্বেছাসেবককে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। গবেষকদের আশা, অক্টোবরের মধ্যে ওই ভ্যাকসিন বাজারে আনা সম্ভব হবে।
Continues below advertisement
Tags :
COVID-19 Live Coronavirus Vaccine Abp Ananda Coronavirus Update Oxford University COVID-19 Vaccine