Bratya Basu: এসএসসির রায় ভোটে কোনও প্রভাব ফেলবে না বলে মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Continues below advertisement
Recruitment Scam: এসএসসির (SSC Recruitment case) রায় ভোটে কোনও প্রভাব ফেলবে না বলে মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (WB Education minister Bartya Basu)। সোমবার বিধানসভার বাইরে এই বিষয় নিয়ে মন্তব্য করেন তিনি। এপ্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, "এসএসসির এই রায় ভোটে কোনও প্রভাব ফেলবে না। কারণ, যারা অযোগ্য তাদের বের করে দিয়ে আমরা নতুনদের নিয়োগ করতে চাই। এটা তো এসএসসি ক্ল্যারাফিকেশন করেছিল। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম আজ হাইকোর্ট (Kolkata High court) তো সেটারই মান্যতা দিল। ABP Ananda live
Continues below advertisement