Recruitment Scam: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ফের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্নের মুখে সিবিআই
দিদি একা সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেনই বা কী করে? নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বুধবার এই মন্তব্য় করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। মঙ্গলবার তদন্তকারী অফিসারকে অপসারণের নির্দেশ দেওয়ার পর বুধবার ফের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তাঁর প্রশ্নের মুখে পড়ল সিবিআই। শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে জানান, এই মামলায় হেফাজতে থাকা এক প্রভাবশালী ব্যক্তির দু'টি পাসপোর্ট রয়েছে। বিচারপতি জানতে চান, কার দুটি পাসপোর্ট আছে? মানিক ভট্টাচার্যর? উত্তরে সম্মতি জানান সিবিআইয়ের আইনজীবী। এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, এটা কী করে সম্ভব? তাঁর আরও প্রশ্ন, কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? সব তদন্ত আমি করলে তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাস কী করেছেন? তখন সিবিআইয়ের আইনজীবী জানান, ৩ সপ্তাহ পর, তাঁরা এই মামলায় রিপোর্ট পেশ করবেন। এদিকে, নিয়োগ সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মানিক ভট্টাচার্যর দুটো পাসপোর্টের হদিস মিলেছে। লজ্জার বিষয় যে এখনও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ভূপেন হাজারিকার একটা গান রয়েছে না - "হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে"। এটাই কি হবে?