Supreme Court : মণিপুর নিয়ে শুনানি চলাকালীন বাংলার ভোট-হিংসার প্রসঙ্গ সুপ্রিম কোর্টে
Continues below advertisement
মণিপুর নিয়ে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। '১৪ দিন ধরে পুলিশ কী করছিল? বিবস্ত্র করে ২ মহিলাকে হাঁটানোর ঘটনায় জিরো এফআইআর করতে ১৪ দিন কেন লাগল? ৪ মে-র ঘটনায় ১৮ মে এফআইআর কেন হল?', কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের।মণিপুর নিয়ে শুনানি চলাকালীন বাংলার ভোট-হিংসার প্রসঙ্গ সুপ্রিম কোর্টে
'বাংলায় পঞ্চায়েত ভোটের সময় মহিলাদের বিবস্ত্র করে অত্যাচার হয়েছে। রাজস্থানেও পিছিয়ে পড়া সমাজের মহিলাদের উপর নির্যাতন হয়েছে। সুপ্রিম কোর্টের উচিত দেশের প্রত্যেক মেয়েকে রক্ষা করা। সওয়াল কেন্দ্রের আইনজীবী বাঁশুরি খরাজের', কেন্দ্রের আইনজীবীর যুক্তি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি। 'মণিপুরের শুনানি চলছে, এখানে শুধু এই মামলাই শোনা হবে', মন্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের
Continues below advertisement