Uttarakhand News:উত্তরাখণ্ডে নার্সকে খুনের অভিযোগ।বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নৃশংস হত্যা
ABP Ananda LIVE: ডিউটিতে থাকাকালীন, আর জি করের চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। তোলপাড় গোটা দেশ। আর জি করকাণ্ডের আবহে, এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডের নৈনিতালে, ডিউটি ফেরত এক নার্সকে ধর্ষণ করে খুন করা হল। এক সপ্তাহ পর, মৃতদেহ উদ্ধার হল, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকেই। এই ঘটনায়, উত্তরপ্রদেশের বাrg kar doctor death incident after uttarakhand nurse murder case in uttarakhand watc video সিন্দা এক ব্য়ক্তিকে, রাজস্থানের জোধপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের। 'প্রত্যেক জেলায়। অন্তত ৩টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে'। 'নির্যাতিতাকে ৬ মাসের মধ্যে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। 'নির্যাতিতাকে ৫০ লক্ষ টাকা সাহায্য ও সরকারি চাকরির ব্যবস্থা'। 'নির্যাতিতার মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে'। 'মৃত নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের