Sanjay Raut On Modi: 'এই যে মন্ত্রিসভা তৈরি হল তা কতদিন টেকে সেটাই দেখার', কটাক্ষ সঞ্জয় রাউতের | ABP Ananda LIVE

Continues below advertisement

১৮ জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। ১৮ এবং ১৯ জুন হতে পারে নতুন সাংসদদের শপথগ্রহণ। ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা। ২১ জুন দুই কক্ষের যৌথ অধিবেশন, ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু। গতকাল শপথ নেওয়ার পর আজ সকালেই পিএমও-তে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদি। কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী, প্রথম সই করেছেন কিষাণ নিধি ফাইলে। ২০ হাজার কোটি টাকা খরচ করা হবে এই খাতে। আজ নতুন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা। আজই মন্ত্রক বণ্টন হতে পারে নতুন মন্ত্রীদের। 

'এই যে মন্ত্রিসভা তৈরি হল, সেই মন্ত্রিসভা কতদিন টিকে থাকে, এখন সেটাই দেখার। যেসব তথ্য সামনে আসছে তাতে তো মনে হচ্ছে বেশ ডামাডোল অবস্থা। এবার দেখা যাক কী হয়', কটাক্ষ সঞ্জয় রাউতের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram