Saradha scam case: আমানতকারীদের দ্রুত টাকা ফেরাতে এক সদস্যের কমিটি গড়ার ভাবনা হাইকোর্টের

Continues below advertisement

সারদা (Saradha) মামলায় এবার নয়া মোড়। সারদার আমানতকারীদের টাকা ফেরাতে এক সদস্যের কমিটি গড়ার ভাবনা। কমিটি গঠনের ভাবনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কবে, কীভাবে, কার নেতৃত্বে কমিটি, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হাইকোর্ট। ‘শ্যামল সেন কমিশনের রিপোর্ট কেন পড়ে রেজিস্ট্রার জেনারেলের কাছে? কমিশনের ১৩৮ কোটি টাকা কেন দেওয়া যাবে না আমানতকারীদের? এই টাকা আগেই প্রয়োজনে ব্যবহার করে ফেলেছে রাজ্য। সেই টাকা কেন ফিরিয়ে এনে আমানতকারীদের দেওয়া যাবে না? বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে পাওয়া টাকা দেওয়া যায় কি কমিটিকে?’ প্রশ্ন তুললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ জুন। জানা গিয়েছে, আমানতকারীরা যাতে দ্রুত তাঁদের টাকা ফেরত পায় তার দিকে লক্ষ্য রাখা হবে বলে জানানো হয়েছে হাইকোর্টের তরফে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram