Ananda Khobor Seg 1: কর্ণাটকে প্রধানমন্ত্রীর রোড শো-তে সুরক্ষা বলয় ভেঙে মালা নিয়ে ঢুকে পড়ল যুবক
Continues below advertisement
ফের প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন, সুরক্ষা বলয় ভেঙে মালা নিয়ে ঢুকে পড়ল যুবক। জাতীয় যুব উৎসব উপলক্ষ্যে কর্ণাটকের হুবলিতে প্রধানমন্ত্রীর রোড শো। স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা ।
আতঙ্কের প্রহর গুনছে জোশীমঠ (Jashimath)। প্রতি মুহূর্তে নতুন নতুন জায়গায় ফাটল ধরছে। বিপজ্জনক বাড়িগুলিতে আরও চওড়া হচ্ছে ফাটল (crack)। এর মধ্যেই জোশীমঠে মাউন্ট ভিউ ও মালারি ইন, এই দুটি হোটেল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন (Uttarakhand)। কিন্তু হোটেল ভাঙার আগে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মালারি ইনের মালিক। প্রবল ঠান্ডায় হোটেলের সামনেই সস্ত্রীক ধর্নায় বসেছেন। বন্ধ করে দেওয়া হয়েছে রোপওয়ে। জোশীমঠ থেকে ভয়ঙ্কর বিপর্যয়ের ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং।
Continues below advertisement
Tags :
Security Breach Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Narendra Modi ABP Ananda Bengali News