Recruitment Scam : নিয়োগ-দুর্নীতির মামলায় ফের হাজিরা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের
1. নিয়োগ-দুর্নীতির (recruitment scam) মামলায় ইডি দফতরে ফের হাজিরা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের । এই নিয়ে তৃতীয়বার হুগলির জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতাকে তলব । শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ । শান্তনুর বাড়ি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা উদ্ধার । মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড ছাড়াও অন্যান্য তথ্য । জানতে ফের শান্তনুকে জিজ্ঞাসাবাদ ইডির । হুগলিতে খোঁজ মিলেছে শান্তনুর একটি রেস্তোরাঁর । খতিয়ে দেখা হচ্ছে শান্তনু ও তাঁর আত্মীয়দের সম্পত্তির খতিয়ান । শান্তনু-কুন্তল-তাপসের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি ইডির ।
2.চার দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার (John Barla)বাড়ি ঘেরাও । ডুয়ার্সের (Dooars) লক্ষ্মীপাড়া চা-বাগানে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও । বাড়ি ঘেরাও করে অবস্থান বিক্ষোভে তৃণমূলের শ্রমিক সংগঠন । জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা সভাপতি রাজেশ লাকড়ার নেতৃত্বে বিক্ষোভ ।