করোনা আবহে বাঁকুড়ায় মন্ত্রীর 'জনতার দরবার', কটাক্ষ সাংসদ সুভাষ সরকারের- 'এক ঝলক'

Continues below advertisement
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার বিকেল ৫টা থেকে রাজ্যজুড়ে লকডাউন। ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অথচ, সেই পরামর্শকে উপেক্ষা করে রবিবার বাঁকুড়ার জয়পুরের বিহার গ্রামে জনতার দরবারে অংশ নেন মন্ত্রী শ্যামল সাঁতরা। মন্ত্রীর এমন আচরণকে তীব্র নিন্দা করেছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের কথায়, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করার অধিকার নেই মন্ত্রী শ্যামল সাঁতরা।  শ্যামলবাবুর পাল্টা যুক্তি, কেউ এলে ফেরাব কীভাবে। এদিকে দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে মুম্বাই ফেরত বীরভূমের ৪৩ জনকে বাসিন্দাকে  বোলপুর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram