কালিম্পংয়ে গুলি, আহত ২, অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চার সাসপেন্ডেড কাউন্সিলর
Continues below advertisement
পাহাড়ে শ্যুটআউট। কালিম্পঙের মাল্লিতে গুলিবিদ্ধ ২। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চার সাসপেন্ডেড কাউন্সিলর কুণাল প্রধান। মঙ্গলবার বিকেলে ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দাদের বৈঠক চলছিল। অভিযোগ, সেই সময় কুণাল প্রধান বৈঠকে উপস্থিত কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। গুলিবিদ্ধ হন পেম্বা তামাং ও পুরাণ থাপা নামে স্থানীয় দুই ব্যক্তির। ঘটনার পর সেবক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। আটকে পড়ে অনেক গাড়ি। পরে পুলিশের আশ্বাস এক ঘণ্টা পর অবরোধ ওঠে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কাউন্সিলরের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার পর মোর্চা নেতা বিনয় তামাং জানিয়েছে, সাসপেনশনের পর এবার তাঁকে পাকাপাকিভাবে বহিষ্কার করেছে দল
Continues below advertisement