কানাডায় বন্দুকবাজের তাণ্ডব, অন্তত ১০ জনের মৃত্যু
Continues below advertisement
কানাডার নোভাল স্কটিয়াতে বন্দুকবাজের তাণ্ডব। এলোপাথাড়ি গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন ১ পুলিশ অফিসারও। গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কর্মী। পুলিশের পাল্টা গুলিতে ওই আততায়ীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ৫১ বছরের ওই আততায়ী প্রাক্তন সেনাকর্মী। প্রাথমিক তদন্তের পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্যেই এসেছিল আততায়ী।
Continues below advertisement