Siliguri News: জলসঙ্কট নিয়ে পুরসভার সামনে বিজেপির মিছিল, মেয়রের পদত্যাগ দাবি। ABP Ananda Live
ABP Ananda Live: জল সমস্যায় জেরবার শিলিগুড়ি (Siliguri)। জলসঙ্কট নিয়ে পুরসভার সামনে বিজেপির মিছিল পুলিশ আটকে দিলে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের মাটিতে বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মেয়রের পদত্যাগ দাবি। আগের পুরবোর্ডের পাপের ফল ভোগ করতে হচ্ছে, দায় অস্বীকার করে মন্তব্য মেয়র গৌতম দেবের। এই পাপ উনিই সৃষ্টি করেছেন, জবাব ওঁকেই দিতে হবে, গৌতম দেবকে নিশানা অশোক ভট্টাচার্যর। অন্য়দিকে, শেষ দফা ভোটের আগে মদনের মুখে মিক্সচার দাওয়াই। 'কর্মীরা জানে কাকে কোথায় কীভাবে মিক্সচার দিতে হবে'। পাশাপাশি, সপ্তম দফায় চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে জল জমেছে সুন্দরবনের বিভিন্ন বুথের সামনে। শুক্রবার তার মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছন ভোটকর্মীরা। নামখানা ব্লকের দেবনগর চাঁদপুর প্রাথমিক বিদ্য়ালয়ের প্রিসাইডিং অফিসার অজয় বৈদ্য় বলেন, 'বৃষ্টিতে চিন্তিত আমরা। মাঠ ঘাটে জল জমে সমস্য়ায় হতে পারে। ভোটাররা ভোট দিতে এলে সমস্য়া হতে পারে।'