Siliguri: রানওয়ে সংস্কারের জন্য এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ থাকবে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর । Bangla News

Continues below advertisement

রানওয়ে সংস্কারের জন্য শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর (Siliguri Bagdogra Airport) এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নির্দেশিকায় জানানো হয়েছে, ১১-২৫ এপ্রিল বন্ধ থাকবে বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দর পরিচালনা করে ভারতীয় বায়ুসেনা। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় এই বিমানবন্দরের গুরুত্ব বেড়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বাগডোগরা দিয়ে প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে। গড়ে ৮-৯ হাজার যাত্রী ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করে৷ ফলে বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্তে চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। এপ্রিল মাসে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন ব্যবসায় তার প্রভাব পড়বে বলে তাঁদের আশঙ্কা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram