Sitalkuchi Firing Probe: শীতলকুচি গুলিকাণ্ডে আজই মাথাভাঙার আইসি-কে তলব করেছে সিআইডি
Continues below advertisement
শীতলকুচি গুলিকাণ্ডে (Sitalkuchi Firing) আজই মাথাভাঙার আইসি-কে তলব করেছে সিআইডি (CID)। এর পাশাপাশি ভবানী ভবনে তলব করা হয়েছে মাথাভাঙা থানার দুই এএসআই সুব্রত মণ্ডল ও রাফা বর্মনকে। এর মধ্যে সুব্রত মণ্ডল নির্বাচনের দিন ক্যুইক রেসপন্স টিমের দায়িত্বে ছিলেন। ওই পুলিশ অফিসারই কেন্দ্রীয় বাহিনীকে রাস্তা চিনিয়ে শীতলকুচির ১২৬ নম্বর বুথে নিয়ে যান। কার নির্দেশে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হয়, কী পরিস্থিতিতে শীতলকুচির ওই বুথে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মাথাভাঙা থানার ওই পুলিশ অফিসারকে। পাশাপাশি, এএসআই রাফা বর্মন ভোটের দিন সেক্টর অফিসারের দায়িত্বে ছিলেন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। ১০ এপ্রিল, চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়।
Continues below advertisement
Tags :
West Bengal Election ABP Ananda Asi Cid Cooch Behar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Sitalkuchi Firing Probe Mathabhanga Police Station