লকডাউনের শেষ দিনে পরিস্থিতি পর্যালোচনা, কিছু অফিসে আসতে পারেন অল্প কর্মী
লকডাউনের শেষদিনে পরিস্থিতি পর্যালোচনা করবে সরকার। হটস্পটগুলিতে বাড়তে পারে লকডাউনের মেয়াদ। সূত্রের খবর, কয়েক ঘন্টার জন্য লকডাউন শিথিল হতে পারে কয়েকটি জায়গায়। ১২-১৩ তারিখে লকডাউন নিয়ে সমীক্ষা করা হবে। সরকারি দফতরগুলিতে অল্প কর্মী নিয়ে কাজ চালানো হতে পারে। সিনেমা হল, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা।
Tags :
Lockdown Update Lockdown To Continue Lockdown Assesment Cinema Halls Closed Coronavirus Outbreak Abp Ananda Lockdown Coronavirus Covid-19